প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
হৃদয়টা তখন নিষ্ফল হয়ে নষ্ট হলো সব
সাজ,
যখন শুনেছি ভাষার জন্য শহিদদের মঞ্চে দাঁড়িয়ে ওরা আজ।
সময়টা তো বাহান্নর ছিল তবে আত্মাটা
ঝলসানোর,
মাতৃভাষা কেড়ে নিয়ে ওরা উর্দু চাপাতে
চায় আমাদের।
বাঙালির মতো সংগ্রামী জাতি ইতিহাসে এসেছে অনেক অল্প,
তবে কি হানাদাররা শুনেনি তাদের গল্প?
সংগ্রামের লাখো মশাল জ্বালিয়ে বীরের বের হলো যেই,
অজ্ঞাত ওই নিকৃষ্ট বাহিনীরা গুলির জোরে তাদের শক্তি দেখালো সেই।
রফিক, জব্বার, বরকত, ভাইয়ের মতো শহিদ হলো কতই,
তাঁদের কথা স্মরণ করেই আমাদের
স্বাধীনতা এসেছে একাত্তরেই।
এখন হয়েছি আমরা স্বাধীন দিচ্ছি তাদের
সম্মাননা,
অশ্রুজলে এ কবিতা লিখে মানছি তাদের কৃতজ্ঞতা।