বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আনিস ফারদীনের দুটি কবিতা
অনলাইন ডেস্ক

বাংলা ভাষা

বাংলা আমার ভালোবাসা

হৃদয়ের সকল আশা,

মায়ের ভাষায় কথা বলা

প্রাণ খুলে হাসা।

শত চাওয়া, শত পাওয়া-

মন খুলে গান গাওয়া,

হৃদয়ের আবেগে

স্বপ্নের ভেলায় ভাসা।

সুখ, দুঃখ সব যাতনা

মনের গহীন চেতনা,

দ্রোহের শুরু বাংলাতে

বাংলা মায়ের কাছে থাকা।

বাংলা আমার মা'কে পাওয়া

ফাগুনের মাতাল হাওয়া,

মায়ের সুর প্রাণে গেঁথে

হাজার ক্রোশ দিব্যি হাটা!

ফেব্রুয়ারির একুশ

ফেব্রুয়ারির একুশ, মাথা উঁচু করে তোলার

দ্রোহের মন্ত্রণায় অধিকারের প্রোজ্জ্বল স্মারক বুকে গাঁথা,

স্নায়ুতে টগবগে রক্তের স্নোত, এগিয়ে যাওয়ার শপথ,

বুক উঁচিয়ে মায়ের ভাষায় কথা বলার প্রাণান্ত চেষ্টা।

ফেব্রুয়ারির একুশ, বুকের রক্তে রঞ্জিত ইতিহাস,

অনিঃশেষ সংগ্রাম,

রাস্তায় ব্যারিকেড সরিয়ে লাল ফিতের সলতে বেঁধে

সালাম, শফিক, জব্বারসহ ইতিহাসের সূর্যসন্তানদের দ্রোহের মিছিল,

মঞ্চ কাঁপিয়ে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত রাজপথ।

ফেব্রুয়ারির একুশ, আলোকের সারি সারি মশাল মিছিল, হার না মানা গান

আবালবৃদ্ধবণিতার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা প্রেরণার প্রতিচ্ছবি।

ফেব্রুয়ারির একুশ, হার না মানা যুবকের এক অধির স্বপ্ন

মায়ের বুলি রক্ষায় বুক চিতিয়ে দেয়া বিকেল,

যে বুক বিদীর্ণ হয় থ্রি-নট-থ্রি রাইফেল আর স্টেনগানের বুলেটের আঘাতে।

ফেব্রুয়ারির একুশ, লাল রক্তে রঞ্জিত হওয়া কৃষ্ণচূড়া আর রক্তজবার প্রতিচ্ছবি

মাঠে-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা বুনোফুল, দূর্বাঘাস, পথ-ঘাসদের ক্রন্দন, তীব্র আহাজারি।

সারি সারি কালো কাকের আর্তনাদ, মায়ের শোকার্ত চেহারা-

পিতার অশ্রু,

ভাই-বোনের দুঃখি জীবন,

মায়ের ভাষায় কথা বলার অতৃপ্ত বাসনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়