প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
আমার ভাষা বাংলা ভাষা
আমার মুখের ভাষা
ওরা কেরে নিতে চায়
সালাম জব্বার রফিক বরকত
স্বর্গীয় ভাষাজয়।
কণ্ঠ রোধে ব্যর্থ ওরা
নগ্ন অত্যাচারে
ভোটের মাঠে ঠেলে দিয়ে
করলো লুকোচুরি
মুজিব এখন বাংলার নেতা
মসনদটি দিবে না তাঁরা
গর্জে উঠলো বাংলার মুখ
ছয়দফার স্বপ্নসুখ
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
ত্রিশ লক্ষ শহিদের
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
প্রভাতের সোনালি সূর্য
পাখির কিচিরমিচি শব্দ জল-জোছনার মিতালী
কৃষাণ-কৃষাণীর সোনা ফলা
ছাত্র শিক্ষক শ্রমিক হাসি মুখে কর্মে সুখ
আহ্ শান্তি
বন্দিশালা থেকে মুক্ত আমরা।
১৫ আগস্ট স্তব্ধ হয়ে গেলো
স্বাধীনতার সূর্য
আবার হায়েনারা ধর্মীয় লেবাসে
অন্ধকারে
জনকের হাতে খড়ি সোনার বাংলা।
একুশ বছর পর কালোমেঘ কেঁটে গেলো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
মানচিত্র
মানবতাবিরোধী বিচার
বিশ্ব দরবারে পুত পবিত্র স্বদেশ আমার।
আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
উন্নয়নশীল রূপসী বাংলা
পদ্মা সেতু
মেট্রোরেল অর্থনীতি
দুর্বার গতিতে চলমান
আজ আমি অভিযোগ দিতে আসিনি
আজ আমি কান্না করতে আসিনি
এখন প্রতিরোধের সময়
আজ এসেছি শপথ নিতে
এসেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে
ঐক্যবদ্ধ হতে
সরকারি চাকরিজীবী সাহিত্যিক সাংবাদিক সংস্কৃতিজনরা
স্বদেশপ্রেম ফুলদানিকে
পবিত্রতায় সংরক্ষণ।
মুষ্টিবদ্ধ ঐক্যস্বর আওয়াজে পালতোলা নৌকা
বিজয়ের নোঙ্গর তুলবে
স্মার্ট জাতীয় সংসদে
জয় বাংলা বাংলার জয়ধ্বনি।