বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন প্রসঙ্গে
অনলাইন ডেস্ক

আপন পেশায় ধারাবাহিকতা বজায় থাকলে সাফল্যের হাসি হাসবেই। ধারাবাহিকতাহীন কর্মযজ্ঞ কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে দেয় না। ১৭ জানুয়ারি ২০২৩ দিনটি সফলতার পড়তে ধারাবাহিক সাফল্যের জয়গানে চাঁদপুরবাসী। রাজনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর সাফল্যে মহীয়সী নারী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। লেখা-বিষয়ক আলোচনা ও চা-পান আড্ডা ছিলো মূলত তরুণ গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সাথে পনের তারিখ কথোপকথন। রিংটোন শব্দে মোবাইলে কথা বলার পর খুশির খবর শোনালো। ‘শহীদ উল্লাহ মাস্টার স্মারক গ্রন্থ’ কুরিয়ারে আসছে। দুজনই পুলকিত হলাম। কাকতালীয় এইচএম জাকির, পলাশ দেও হাজির। গ্রন্থটি সম্পাদনা করেছেন মুহাম্মদ ফরিদ হাসান। সহযোগী সম্পাদক ছিলেন মোখলেছুর রহমান ভূঁইয়া, পলাশ দে, এইচএম জাকির ও আলআমিন হোসাইন। আলআমিন ছাড়া আমরা সবাই ঘটা করে ঘটনার সাথে মনের বন্ধনে একত্রিত হলাম। আনন্দণ্ডউৎসাহে গ্রন্থটির উপদেষ্টা ও বইটির প্রধান উপজীব্য স্যারের জীবনসঙ্গী সুরাইয়া আক্তারের বাড়ি পৌঁছাই। নতুন বই পাওয়ায় মনের অনুরণন ছিলো সুখের। আঠারজন কলম সুহৃদয় আখ্যানে আখ্যানে প্রায় ষাট বছর একজন সফল মানুষের জীবন পরিক্রমায় তুলে ধরেছেন ইতিহাসের বাঁকে বাঁকে সমাজ সংস্করণে দায়বদ্বতা। লেখা সংযোজনের তীব্র আকাঙ্ক্ষায় পায়চারি করেও জ্ঞানগভীর লোলুপে ডুবে যায় অনেকে। শহীদ উল্লাহ মাস্টার স্মারক গ্রন্থের উল্লেখযোগ্য বিশেষত্ব হলো চাঁদপর জেলায় গুণিজনদের পরলোকগমনের মাত্র দু বছরের মধ্যে ‘স্মারকগ্রন্থ’ প্রকাশ। চাঁদপুর প্রেসক্লাবের আরম্ভরপূর্ণ অভিষেক অনুষ্ঠানে স্যারের সহধর্মিণী সুরাইয়া আক্তার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হস্তগতে বইটি মোড়ক উন্মোচন পর্বটি উচ্ছ্বাসে উন্মুক্ত হয়। সাথে সাথে জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম (নাজিম) দেওয়ানসহ অন্যদের হাতে বইটি শোভাবর্ধক ছিলো দৃষ্টিনন্দন। শহীদ উল্লাহ মাস্টার স্মারকগ্রন্থে প্রথিতযশা লেখক দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের প্রাণচ্ছ্বল উপস্থাপনায় মোড়ক উন্মোচন পর্বটি ছিলো মোহনীয়। বইটি প্রকাশিত হয় যতো দ্রুততায়, তারচেয়ে অতিদ্রুতম সময়ে মোড়ক উন্মোচন হয়! প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন আশাতীত নয়- কল্পনাতীতেও ছিলো না। মুহাম্মদ ফরিদ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় এ কাজটি সম্ভবপর হয়। বইটির পাঠ-প্রকাশনাও সমৃদ্ধকর হবে আশা করা যায়। শহীদ উল্লাহ মাস্টার স্মারকগ্রন্থটি ‘সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচার রিসার্চ স্মারক প্রকাশনা-৩’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়