প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
আজকাল দূরদৃষ্টির অস্পষ্টতা বেশ ভয় লাগে।
আকাশের নিভুনিভু নক্ষত্রের মতো!
চাঁদকে বলেছিলাম, সংক্ষিপ্ত ছুটি শেষে
দেখা দিয়ো, কিন্তু সে কথা শুনেনি-
এখন গাছের চূড়া আর খোলা আকাশের
পার্থক্য চোখে লাগে খুবই কম।
জীবন কিছুটা এমনই, হয়তো-
জন্ম থেকে অনবরত নিভতে থাকে সুখ।
সমাধির পাশে শেষ হয় পূর্ণতা পরিচয়ে...