মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

অপেক্ষার প্রহর
জহিরুল ইসলাম

সময়ের হুঁইসেল বেজে গেছে!

শুভ্রা এবার আমায় ফিরে যেতে হবে অনেক দূর

অনেকটা দুর্গম পথ পাড়ি দিতে হবে আমায়,

অনেক তো স্মৃতি কুড়ানো হলো এবার ফিরতে হবে।

এই মেয়ে মন খারাপ করে না আর;

শুভ্র চেহারায় মন খারাপ বড্ড বিবর্ণ লাগে তোমায় ,

তুমি বরং শরতের আকাশের শুভ্র সফেদ

মেঘ হও অথবা কাশফুল।

আমার সময় হয়েছে এবার চললাম তবে

ফের দেখা হবে আবার,

বিদায় বেলায় কাঁদতে হয় না একটুখানি হাসো।

শেষ একটি জিজ্ঞাসা তোমায় আমায় ভালোবাসো?

চলে যাচ্ছি বলে অমন রাতের মতো নিরব অন্ধকার হলে যে,

আমি তো এই অন্ধকারের গভীর বিলীন হয়ে যাবো তবে।

অমন অভিমান করে না লক্ষ্মীটি এসো কিছুক্ষণ পাশে বসো,

নিশ্চুপ থাকাই কি তবে ভালোবাসার নিরব প্রমাণ;

আবার আসবো তো কথা দিচ্ছি আর করো না অভিমান।

অতঃপর হুঁইসেল বেজে উঠল প্রকট শব্দে!

তড়িগড়ি করে উঠে গেলাম সময়ের গাড়িতে,

টিকটিক শব্দে ছুটে চলছে গাড়ি ব্যস্ততার নগরীর দিকে;

আর শুভ্রা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফের ফিরবো বলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়