প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
দাঁড়িয়ে আছি স্মৃতির প্রাঙ্গণে,
পুরানো কিছু স্মৃতির খোঁজে।
জানি না খুঁজে পাবো কি না,
তবে খুঁজেই যাবো অন্তহারা।
বন্ধুরা সব কোথায় গেলো
খুঁজছি তাদের হয়ে এলোমেলো।
আড্ডাগুলো যেনো হলো অদৃশ্য
আমি একাই যেন দাঁড়িয়ে নিঃস্ব।
সময় যে কেনো বয়ে গেলো
আটকে থাকালেই হয়তোবা ভালো হতো।
ধূসর হয়ে রয়ে গেছে শুধু স্মৃতিগুলোই
বাকি হয়েছে বিলীন সময়ের ধারায়।
তবুও মন আজও ভেবে যায়,
বন্ধুরা সব কোথায় গেলো চলে।
তাদের স্মৃতি পড়লে মনে,
দু চোখ ভিজে যায় অজান্তে।
আবছা হয়ে স্মৃতিগুলো,
আবারও ফুটে উঠে মনের দেয়ালে,
এ মন আজও খুঁজে যায় সেই বন্ধুদেরকে।