প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
এএইচএম রওশন আলম
জীবন নামের এই দ্রুতগামী গাড়িটি
যেনো চলছে তো চলছে,
আর মাঝে মাঝে মোর কানে এসে
ছেলেবেলার কথা বলছে।
ছেলেবেলায়-
কতজন কত বকাঝকা দিত
মারও দিত কভু হায়,
তবুও আমার এ মন
শুধু ছেলেবেলায় যেতে চায়।
তখন মনে যেন অনেক সুখ ছিল
কোনো কষ্ট পেতাম না মনে,
আর এখন-
সামান্য কষ্টেই বুক ফেটে যায়
দম আটকে যায় ক্ষণে ক্ষণে।
তাইতো এ মন ফিরে যেতে চায়
ঐ শৈশবের মাটির খেলাঘরে,
যে ঘরে কোনো কষ্ট নেই
শুধু সুখ আর সুখ বসত করে।