প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
সকাল বেলায় কৃষক ভাই
ধান ক্ষেতে যায়,
সোনালি ফসল দেখে যেন
বেশ আনন্দ পায়।
আমন ধান কাটছে মাঠে
কৃষক শ্রমিক ভাই,
গলায় গান ধরেছে কৃষক
মনে আনন্দ তাই।
কাঁধে তুলেই আনছে ধান
আনছে নিজের বাড়ি,
মাঠের ধান আনতে সবাই
ব্যস্ত নর নারী।
ঢেঁকির মাঝে ভানছে ধান
বাদ পড়েনি কেউ,
পিঠাপুলি তৈরিতে ব্যস্ত
গায়ের নতুন বউ।