প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
মায়ের আঁচল
পৃথিবীতে যার মা আছে
সেই তো বেজায় ধনী,
মা হলো চাঁদের আলো
মমতার বড় খনি।
মার আঁচল তলে আছে
মহা শান্তির নীড়,
স্বর্গসুখ মায়ের কাছে
শত কষ্টের ভীড়ে।
মায়ের পায়ের নিচে আছে
স্বর্গের সোপান,
মাকে ভালোবাসলে পরে
বাড়বে তোমার মান।
অসিত হৃদয়
কলঙ্কিত অন্তরজুড়ে নিকষ আঁধারের খেলা
আবেগহীন নিরাশা অস্তিত্ব সমস্ত সত্তাজুড়ে
জ্বালাময়ী ধোয়াশা বাষ্পে কলুষিত দিবারাত্র
ব্যাবধান বাড়ে শুধু দ্বৈত হৃদয়ে ছলনায় পুড়ে।
একক একাগ্রতা তন্ময় আসে না সে হৃদয়ে
তমাহীন বিচ্ছিন্ন হৃদয়টা হয়েছে মরুপ্রান্তর
পোড় খাওয়া আশাহত মন বেদনার বন্দরে
শ্বেত হৃদয়ে মরিচার রঙে কালো এ অন্তর।
সীমাহীন যাতনায় করেছো অসিত এ হৃদয়
বারে বারে মনেতে জেগে ওঠে প্রণয়ের ভয়।