সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

শীত
অনলাইন ডেস্ক

কুহেলিকার চাদর পরে

শীত আসে দ্বারে,

শীতের ডরে বাচ্চা বুড়ো

টিকতে নাহি পারে।

রবির আলো যায় না দেখা

কুহেলিকার তরে,

গরম কাপড় গায়ে দিয়ে

থাকতে যে হয় ঘরে।

বাইরে গেলে থরথরিয়ে

কাঁপে তনু মন,

কখন রবি দিবে উঁকি

আশায় থাকে জন।

হতদরিদ্র কভু নাহি

গরম কাপড় পায়,

হাড় কাঁপানো শীতে বুঝি

তাদের পরান যায়।

কুহেলিকা সরে যখন

উঁকি দেয় রবি,

চতুর্দিকে যায় যে দেখা

কর্মযজ্ঞের ছবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়