সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

সৌরভ সালেকীন
অনলাইন ডেস্ক

সংগ্রাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আন্দোলন,

মিছিল ও মুক্তি নিয়ে একটা কবিতা লেখার কথা ছিলো।

দেশ ও দেশের মানুষ নিয়ে আঁকা উচিত ছিলো

একটি সাদা কালো ছবি।

রাজনীতি রক্ত ও ক্ষমতার পালাবদল নিয়ে

লেখা উচিত একটি দিন।

একটি সন্ধ্যা হওয়া উচিত চাদর ও চায়ের-

সোহরাওয়ার্দী, ভাসানী, জিয়া ও মুজিব সাহেবসহ একসাথে আড্ডা,

একসাথে গল্পে মেতে ওঠার সন্ধ্যা।

বিজয়ের স্বাদ ও স্বার্থকতার ব্যাখ্যা

বিজয়ের হাসি ও মর্যাদা রক্ষা এবং

বিজয়ের মূল ভাষা, লিখিত পত্রে তুলে

দেয়া আলাদাভাবেই কাম্য করি।

আজ সব মানুষ বিজয় দেখে

য্দ্ধু, রক্ত ও নির্মমতার সাজে।

আর ভিন্ন কয়েকজন বিজয় দেখি

ইতিহাস লালিত বুক ও তার নিরবতার মাঝে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়