প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
নয় মাস যুদ্ধ শেষে ষোল ডিসেম্বর
বীর বাঙালি বিজয় নিয়ে ফিরলো মায়ের ঘর।
কেউ ফিরেছে, কেউ ফেরেনি যারা দিলো প্রাণ
যুদ্ধ করে জীবন দিয়ে রাখলো দেশের মান।
ডিসেম্বরে তাদের জন্য
ভালোবাসার গান গাইবো আমরা
শোনাবো পাখির কলতান।
কাঙ্খিত বিজয়
আজ আমাদের আনন্দের দিন
আজ বিজয়ের মাস
কোটি মানুষেরা মুক্ত স্বদেশে
করছে জয়োল্লাস।
ডিসেম্বরের ষোলো তারিখে
মুক্তিযুদ্ধ শেষে
পরাজিত সব পাকহানাদার
রমনার মাঠে এসে মাথা নিচু
করে করছে এসে
অস্ত্র সমর্পণ।
ঘরে ঘরে তোলে স্বপ্নের মায়া
আনন্দ আর কান্নায় ভেজা
বাংলাদেশের মানুষের মনে
সেই স্মৃতিময় ক্ষণ।
জাগ্রত বলে জয়োল্লাসে তাই
হয় যে আত্মহারা
‘জয় বাংলা’র ধ্বনিতে তারাই
বিশ্বকে দেয় নাড়া।
অনেক রক্ত, অনেক ত্যাগের
বিনিময়ে যেই দেশ পেয়েছে
তাদের দুই চোখে তবু
অশ্রুজলের রেশ।
ছেলেটি যাদের যুদ্ধ শেষে
আসেনি তো ফিরে ঘরে,
পথপানে চেয়ে পিতা ও মাতার
কেবলই অশ্রু ঝরে।
আনন্দ-গান-বেদনায় মিলে ন’মাস হয়েছে শেষ,
আমরা পেয়েছি প্রিয় সে বাংলাদেশ।