সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ০০:০০

মোঃ আল বাহার
অনলাইন ডেস্ক

বৃক্ষ

বৃক্ষটা ঠাঁয় দাঁড়িয়ে আছে

একটি শুকনো পাতা ঝরেছে তখনই

আরেকটি সবুজ পাতা পূর্ণ করেছে তার

শূন্যস্থান।

শুকনো পাতার মতো

ঝরে পড়া প্রাণ খুব বেশি দিন,

কারো দৃষ্টি আকৃষ্ট করে না।

বন্ধু

বন্ধু চিঠিটি পৌঁছে দিও আমার কবরে

খাম বন্ধ করে ফেলে রেখে এসো না,

খুলে পড়ে শুনিয়ে দিও।

থেমে থেমে পড়ো। মাঝে মাঝে-

আমার মুখপানে তাকিও।

হঠাৎ আমার কোনো স্মৃতি তোমার

চোখে ভেসে উঠলে অশ্রু ঝরতে দিও না।

বন্ধু, যেদিন আমার ত্বরে আসবে তুমি

খালি হাত এসো না।

আমার সম্পর্কে লোকে যাই বলে বলুক

তুমি আমাকে খারাপ বলো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়