সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ০০:০০

দামের ঘোড়া
অনলাইন ডেস্ক

দামের ঘোড়া চলছে ছুটে

নেই কোনো বিরতি,

তার দাপটে থেমে গেল

জীবন চলার গতি।

অর্ধবাজার করে আমার

পকেট হলো ফাঁকা,

ছেলে বলল, ইস্কুলে কাল

দিতে হবে টাকা।

বিদ্যুৎ বিল শোধ হয়নি বলে

লাইন দিলো কেটে,

পকেট শূন্য শ্বশুর বাড়ি

যেতে হবে হেঁটে।

আর কিবা চাই ক্ষুধা পেলে

খাই দুটো ডাল ভাত,

চালে ডালে অগ্নিমূল্য

মাথায় উঠলো হাত।

কৃষক-শ্রমিক-মাঝিমাল্লা

সবারই আয় কম,

আগুনদরে বাজার করে

চলছে না আর দম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়