প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
আমার মন খারাপের সঙ্গী সাথী শুধুই নদীর ঢেউ
বিষণ্নতায় ভোগান্তিতে পাশে ছিলো না, আমার কেউ
নদীর সাথে কথা বলি, বৈঠা হাতে গাই-
মন খারাপের দিনে আমি, যদি কাউকে পাই।
আমার মনে আশা বুনে নদীর আঁকাবাঁকা ঢেউ
ঢেউয়ের মাঝে খুঁজি আমি আমার সুখের কেউ
আশা রাখি, ঢেউয়ের মাঝে পাবো ভালোবাসা
তাই তো আমি বৈঠা হাতে, বুনবো নূতন আশা
স্বপ্ন দেখি পূর্ণতা পাবে সঙ্গী-সাথী আমার
প্রতিষ্ঠিত হয়েও থাকবো শুধু তোমার
আমার ভালো বন্ধুগুলো, নেয়নি সেদিন খোঁজ
বিষণ্নতায় ভোগান্তিতে ছিলাম আমি রোজ-
এখন তুমি ভাগ চাও আমার সুখের মাঝে
প্রতিষ্ঠিত হয়েছি আমি, ত্যাগ শিকারের সাজে
আমার মুখে হাসি আছে, থাকবে চিরকাল
বৈঠা হাতে নদীর মাঝে, উড়াবো আমি পাল।