সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

স্বপ্ন আঁকার তুলি
অনলাইন ডেস্ক

বাবা আমার জীবন নিয়ে

স্বপ্ন আঁকার তুলি,

আমার জীবন আঁকতে গিয়ে

নিজেকে যান ভুলি।

বাবা আমার জীবন বৃক্ষে

ঢালেন মিষ্টি পানি,

বৃক্ষ সতেজ হলে অধিক

ফল দিবে তা জানি।

বাবা আমার ধনবাগিচা

বাবা আমার খনি,

অকাতরে খরচ করেন

যা লাগে যখনই।

বাবা আমার জীবনযুদ্ধে

জয়ী হবার অসি,

আঁধার পথে বিভ্রান্তিতে

বাবা রবি শশী।

বাবার মাঝে দিলেন প্রভু

সাগরসম মায়া,

বিপদাপদ অসুস্থতায়

বাবা বৃক্ষের ছায়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়