মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

স্বার্থের ভালোবাসা অসভ্য ভালোবাসা
অনলাইন ডেস্ক

মিছে আশা, মিছে স্বপ্ন

মিছে ভাবনা, অলীক সুখের বাসা

স্বার্থের ভালোবাসা অসভ্য ভালোবাসা।

ঐ ভালোবাসা চাই না,

যার নামণ্ডনোংরা ভালোবাসা;

পবিত্র ভালোবাসার শব্দগুলো মরে যায়,

জীবন ধ্বংস-কঠিন নরকে ফাঁসা।

টিএসসির পাশে হাত ধরাধরি;

অতঃপর, জড়াজড়ি করে বসে থাকা যুগল;

অথবা সবুজ বৃক্ষের ভিড়ে যে মানব-মানবী

শ্লীলতার সীমা লংঘন করছে,

ওটাকে ভালোবাসা বলে না!

ভালোবাসা! অন্তরঙ্গ মুহূর্তের

ভিডিও ফাঁস করে দেয়াটা সর্বনাশা বিশ্বাস;

অথবা সর্বনাশা ভালোবাসা!

আবেগ মেশানো কণ্ঠে বলা, ‘জানপাখি!

আমি তোমাকে কখনো ছেড়ে যাব না’;

অথচ ছেড়েই চলে যায়-

এটা স্বার্থের ভালোবাসা অসভ্য ভালোবাসা।

প্রতিশ্রুতি প্রতিশ্রুতি শুধুই প্রতিশ্রুতি

অথচ স্বামী-সন্তান-প্রেমিককে খুন করে,

নষ্ট প্রেমের উচ্ছ্বিষ্ট ভাবনা

আর চোখ ফিরিয়ে নেওয়া সবই জঞ্জাল ভেবে-

এটা স্বার্থের ভালোবাসা অসভ্য ভালোবাসা।

ভালোবাসায় নির্মমতা নেই;

নির্মমতা থাকে স্বার্থের ভেতর।

স্বার্থের ওপিঠে ‘নিষ্ঠুরতা’ আছে

অথবা স্বার্থে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা।

স্বার্থে বিক্রি হয় ভালোবাসা মোড়কে;

স্বার্থ ফুরোলেই ভালোবাসার দোকান বন্ধ।

তবে কি ভালোবাসা উপন্যাসের পাতায়!

দেবদাস ভালোবেসেছে পারুকে!

পার্বতীর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে!

ভালোবাসা তাজমহলের পাথরে!

শাহজাহানের বিরহের অশ্রু!

ভালোবাসা নজরুলের ভেতর, হৃদয়ে!

রঙিন মুখোশ-ভালোবাসা নষ্ট করে

ভালোবাসার এই ছড়াছড়ি,

অথবা ছাড়াছাড়ির খেলা খেলছি।

স্বার্থের শক্ত খোলস ভেঙে

খাঁটি ভালোবাসা বের হয় না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়