প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০
সময় সে তো
হারিয়ে যাবার জিনিস
হঠাৎ মনে পড়ে
সেই অতীতের দিনগুলো।
ছুটির আগেই দেয়াল টপকে হারিয়ে যেতাম
প্রিয় মহাশয়ের অগোচরে, আনমনে
স্মৃতির আয়নায় ভাসে প্রতিচ্ছবি নিয়ত
চলে স্মৃতির রোমন্থন আড়ালে আবডালে।
হায় হায় বুঝিনি তো হায় এসব
ঘড়ির কাটায় বৃত্তে ঘূর্ণায়মান স্মৃতি
সোনালি পরশের স্নেহময় দিন
কোথায় সোনালি দিনগুলো হারিয়ে যায়।
কবে হবো বড়, কবে হবে টাকা
সত্যিকারের খুশি ছিল যখন পকেট
ছিলো ফাঁকা, শূন্য হাত আর অজস্র স্বপ্ন
এখন এসবের নিদারুণ প্রতিচ্ছবি আঁকা।
কল্পনার রং হারিয়ে গেছে আজ
বড় অসহায় বাস্তবতার ছবি আঁকা
স্থিরচিত্তে আজ শুধু ভেবে যাই
রংহীন দেয়াল আজ সত্যি বড় একা।
স্মৃতিময় জীবন চুপিচুপি এগিয়ে যায়
বাস্তবতার স্মৃতিগুলো মগজে বাজে নিয়ত
এগোয় সম্মুখে সময়, বাড়ে বয়স ক্রমে
আহা জীবন কত স্মৃতিময়!