মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০

সুইসাইড নোট
অনলাইন ডেস্ক

মা-বাবা রাজি নয়, বলে দিয়েছে, ‘হয় ছেলেটাকে ভুল, না হয় এ সংসারের তৃসীমানা ছেড়ে ভাগ।’ মধ্যরাতের বিছানায় মেয়েটা ভাবে, নিম্নশ্রেণির প্রেমিকার মতো প্রেমিকের হাত ধরে পালানো তাকে কি মানায়...! সে চিৎ হয়ে শুয়। বুকের উপর প্রেমিকের দেওয়া মালাটা। লকেটে চুমুর ভঙ্গিমায় ঠোঁট লাগাতেই মনে পড়লো, নিশাত তাকে পরিয়ে ছিলো।

এক বিকেলে রেললাইনে দাঁড়িয়ে। সে দিয়েছিলো নিশাতের হাতে হাতঘড়ি। আর বলেছিলো, ‘আমাকে ভুলে অন্যকারও হাত ধরতে পারবে? অন্যের দেওয়া ঘড়ি তুমি পরতে পারবে এই হাতে?’ আহা স্মৃতি... তরতাজা স্মৃতি, চোখে ভাসে চোখ বুজলেই।

ভালোবাসার যুদ্ধে পরাজিত সৈনিক, বেঁচে না থেকে ভালো মৃত্যুকে বরণ। নৌরিন মালার লকেটে দুটু চুমু খেলো, আর খেলো গুনে গুনে আঠারোটি ঘুমের অসুধ। তারপর চিরনিঝুম ঘুম।

পুলিশ তার লাশ নিয়ে গেলো লাশকাটা ঘরে। গিলটির মালাটা গলা থেকে ছিড়ে ছুঁড়ে দিলো ময়লার ঝুড়িতে। দাফন-কাফন শেষে নিস্তব্ধ নিরালা। সপ্তাহখানেক পর মা ঘর ঝারু দিতে গিয়ে দেখে খাটের নিচে একটা চিরকোট, সুইসাইড নোট, তাতে লেখা, ‘আমার মৃত্যুর পর গলা থেকে মালাটি কেউ খুলবে না প্লিজ, এমনকি শেষ গোসলের বেলাতেও না। আমি ওর স্মৃতি বুকে নিয়ে কবরে ঘুমাতে চাই।’

এদিকে ছেলেটা কী করে ভুলবে প্রেমিকার মিনতী! তাই রেলের চাকার নিচে ধরে দিলো দুটো হাত, কেটে গেলো কনুই অব্দি। এই হাতে সে কখনো কাওকে জরিয়ে ধরতে চায় না আর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়