প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০
মানুষ এখন মানুষ নহে মেরুদণ্ডী প্রাণি,
ফলে দিচ্ছে ফরমালিন আর দুধে মেশায় পানি।
তেলে মেশায় প্যারাফিন আর ঝালে মেশায় রং,
মাইয়া মানুষ পুরুষ সেজে দেখায় কত ঢং!
বেতন পেয়ে সঞ্চয় করে ঘুসের টাকায় বাজার,
সঞ্চিত ধন চিকিৎসায় দেয় হারাম টাকায় আহার
বউয়ে যাচ্ছে ক্লাবঘরে পরপুরুষের ধারে,
নিজে মত্ত জুয়া কিংবা অন্য পাপাচারে।
মেয়ে চলে বয়ফ্রেন্ডদের কাঁধে রেখে হাত,
ছেলের পেশা নেশার জগৎ সবার বাজিমাত।
রাজনীতিবিদ মিথ্যার পণ্ডিত খাইছে যেনো গাঁজা,
জাতীয় ধন লুট করে সে দুদিনে হয় রাজা।
ঠিকাদারি পুকুরচুরি জাতির সম্পদ মারে,
অঙ্ক কষে ভাগ করে নেয় তাদের চৌকিদারে।