মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

বিবিধ রং
অনলাইন ডেস্ক

এতকাল ধরে এত পথ, এত শিশির;

এত জল!

অথচ আমাদের বৃষ্টি দেখা হয় না।

চোখের কোণে জন্মায় যে জল,

সেও দুঃখ চেনে না।

কী অদ্ভুত সব রং, রাখালের সুর!

কাঠের ক্রুশ জানে,

কার ভুল আর কালোবাজারি কে!

অনাদিকাল থেকে, মৃত্যু আর নিষ্ক্রিয়তাই

জনান দেয় যাবতীয় সব এবং সত্যকে।

যাবতীয় ভুল আর সীমাবদ্ধ,

প্রাচীনতম জনপদ থেকে হেঁটে হেঁটে

আজকের এই পথে এসে দাঁড়।

ভালোবাসা যতদিন নিভৃতময়ী, ততদিন

তার রং থাকে অনির্ণেয় অপরিবর্তিনশীল

এবং অসার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়