প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
পৃথিবীটা কেমন যেনো বদলে গেছে,
তোমার চলে যাওয়ার গন্ধ পেয়েছে বলে।
আমার ভুবনটা শুধু একাকী,
চলতে চলতে থমকে গেছে।
নিঃস্ব হওয়ার সবটুকু অনুষঙ্গ,
শকুনের থাবায় যতো সব ভাবনা,
শপথের সুরটি ভুলে গেছো তুমি,
যেটুকু সপেছিলাম তোমাতে।
কেনো যেনো কোনো কথা নাইবা ছিলো,
অনুভূতির সবটুকু উজাড় করে,
মনের বিলাসিতায় দুঃখকে ছাড়িয়ে,
দেবতার প্রসাদ মিলতো তাতে।
নিজের অজান্তেই ধারণ করা,
পিছুটানগুলো ঝাপটে ধরে,
আমার একটি নির্ঝঞ্ঝাট বিশ্বাস চাই,
যেখানে থাকবে না হায়েনার আতংক।
দ্রোহের পাশ বেড়ানো উচ্ছ্বাসে,
একটি নিঃসঙ্কোচে জীবন চাই।
রক্তলোলুপ মুখোশ আচরণ,
স্বার্থ আর হিংসার ঈগল নখোর।
উপচে যাবে বিশ্বাসের ভালোবাসায়,
লোভী চকচকে চোখের আঁচড়,
জ্বলতে জ্বলতে জালাবে একদিন।