প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
দূরের ওই আকাশ বড্ড উদারতায় ঘেরা, তা যে নীলচে আবরণে ঢাকা।
বোঝার উপায় নেই যে, সে যে পড়ে আছে একা!
তাতে যে মিশে রয় শুভ্র মেঘের ভেলা!
সে কি তবে নিছক কোনো খেলা?
দৃষ্টি রাখো মেঘপুঞ্জে, সে যে ভেসে বেড়ায় অম্বরের ক্ষুদ্র কোণে,
ক্ষণিকবাদে একেবারে ঝরে পড়ে অঝোর ধারায়।
কেউ আঙুল দেখিয়ে বলবে জানি,
দূরে যে পাখির দল ঘুরছে স্ব-দলবলে;
তা কি মিশে যায় নি অভ্রনীলে?
কর্ণকে রাখো স্থির পাখির কলকাকলিতে,
দেখবে গগন ফাঁকা,পাখি ফিরে গিয়েছে তার নীড়ে।
হয়তো বা কেউ বলবে, শুভ্রাকাশে যে ভাসে সূক্ষ্ম সুতার ঘুড়ি,
তা কি তবে কেবলই কল্পনার ছড়াছড়ি?
কিছুটা সময় ধৈর্যকে করো সংযম, দেখবে ঘুড়ি নেই নভ: একা ঘনিয়ে এসেছে নিঝুম বেলা।
একটু একটু করে যদিও সবাই সঙ্গ দেয়
তবুও তারা কি পারছে মিশতে শূন্যতায়?
তারা যে ছুটছে তাদের কর্মে, গন্তব্যের সীমানায়;
তবুও ক্ষণে ক্ষণে তার একাকিত্ব আমায় ভাবিয়ে তুলতে চায়!
যদিও সে আওড়ায় বুলি তার নিজেরই ভাষায়।