প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
এখন শুকনো মনে হলেও
দেখো, এ শুকনো ঘাসে
আবারোও শিশির জমবে।
এ গান এ সময় প্রায় সবকিছুই
পুরনো হবে। ভেঙ্গে যাবে যাবতীয় স্মৃতি,
ও গোপন অবয়বে আঁকা কাল্পনিক ঘর।
সুখ অসুখের নিচে, তাই তো সুখ খোঁজার
চেষ্টায় ক্লান্ত হয়ে কেঁটে যায় যাবতীয় প্রহর।
আমাদেরও এক হওয়ার ইচ্ছায়,
বিচ্ছেদ নিতান্তই কাল্পনিক ছিলো।
ঝড়ের কবলে পড়া প্রতিটি হৃদয়ের মতো
আমারাও বোধকরি লড়াই করেছিলাম
এক জীবন। অতঃপর অভিমান সেজে,
বাস্তবতা আমাদের বিচ্ছিন্ন করে দিল...