সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০

ভালোবাসা মানে
অনলাইন ডেস্ক

তুমি বলো ভালোবাসা

মানে,

নিবিড়তায় কাছে

পাওয়া

কখনোই দূরে থাকা নয়..!

আমি বলি ভালোবাসা

মানে,

দূরে থেকেই আপন করে

নেওয়া

হৃদয় দিয়ে হৃদয়ের বিনিময়...!

তুমি বলো ভালোবাসা

মানে,

ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শে

মায়াবী দংশন...!

আমি বলি ভালোবাসা

মানে,

বিনেসুতার মালার মতোন

এক অদৃশ্য বন্ধন...!

তুমি বলো কবিতার ছন্দে

কথামালায়,

শুধু মন জুড়াতে পারে

শরীর নয়....!

আমি বলি ভালোবাসার

কাব্যেতে,

মনপ্রাণ জুড়াতে চাই

শরীর নয়...!

তুমি বলো ভালোবাসা মানে

পরিণামে,

সংসার না হলেই নয়...!

আমি বলি ভালোবাসা

মানে,

ভালোবেসে ভালোবাসাটাকে

ভালো রাখতে হয়...!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়