মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০

বাবা
অনলাইন ডেস্ক

গভীর রাতে বাবা আমার দরজায় কড়া নাড়ে,

বয়সের ছাপে সময়ের তালে চিন্তাটা যে বাড়ে।

দেখেছি তাকে বৃষ্টি ভেজা ব্যস্ত থাকা কাজে,

পৃথিবীর শ্রেষ্ঠ মুকুটটি যে তাহার মাথায় সাজে।

দেখছি তাকে ঘামে ভেজা জবজবে মলিন শাটে,

বাবা আমার জীবনভর শুধু আমাদের জন্য খাটে।

ভাবে না সে নিজের কথা নিশ্চুপে সহে যায় বুকের ব্যথা,

বাবাদের কোন কষ্ট থাকতে নেই এই যেন পৃথিবীর প্রথা।

মেনে নেয় তারা কঠিন বাস্তবতা হার মানে নাকো কভু,

আমার বাবা যেন বেঁচে থাকে যুগ যুগ এই মিনতি ওহে প্রভু।

ক্লান্ত হতে দেখি না তাকে ঘুমায় না তো আরাম করে,

একটা জীবন খেটে যায় তিনি সন্তানের জন্য লড়ে।

দেখিনি আজো কাঁদতে তাকে হাসি মুখে থাকে,

চোখে মুখে তার ক্লান্ত জীবন বিরক্তি দেখি ফাঁকে ফাঁকে।

হয়তো এমন সকল বাবা এই পৃথিবীর মাঝে,

প্রতিটি বাবা বেঁচে থাকুক সন্তানদের হৃদয় ভাঁজে।

শ্রদ্ধা জানাই হে পিতা তোমায় বেঁচে থাকো যুগ যুগ,

তোমার জন্য যেন কিছু করতে পারি বিধায় দিও সে সুযোগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়