প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
প্রতিদিন তোমাকে আমি খুঁজে বেড়াই
আকাশে তাকিয়ে নীলাভ রংয়ে যখনি তোমার কল্পিত মুখখানা দেখি
ক্ষাণিক পড়েই তাকিয়ে দেখি মেঘ উড়ে
নীলাভ তুমিটা ধীরে ধীরে যাও সরে
আমি পথিমধ্যে বৃক্ষ হয়ে দাঁড়াই
এক পলক পশকা বৃষ্টি এসে জানিয়ে দেয় তুমি কোথাও নেই।
প্রতিদিন তোমায় খুঁজে বেড়াই
বর্ষার কদম্ভ ফুলে ভরা উঠোনে যখনি তোমার হাতে ফুল গুঁজে
দিতে ইচ্ছে জাগে
আমি দৌড়ে বৃষ্টি ভেজা উঠোন কোণে দাঁড়াই
হঠাৎ জলের বানে কদম্ভ রেনুরা ছুটে যায়
তবুও আমি পথিমধ্যে ঠাঁয় দাঁড়িয়ে থাকি
বুকের ভেতর দমকা হাওয়া এসে জানান দেয়
তোমার সাথে আজো দেখা হয়নি।