মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ০০:০০

বৃদ্ধাশ্রম
অনলাইন ডেস্ক

বৃদ্ধাশ্রম, তুমি করে নিশ্চিহ্ন হবে?

থাকবে না পৃথিবীজুড়ে

কবে দেখবো হাঁটছে সব পিতা-মাতা

নিজের আঙিনার উপরে।

বৃদ্ধাশ্রম, তুমি কবে জ্ঞানী করবে?

অকৃতজ্ঞ সন্তানদেরকে

যারা পৃথিবীতে তাদের অস্তিত্বভুলে

দূরে ঠেলে দেয় জন্মদাতা পিতা-মাতাকে।

বৃদ্ধাশ্রম, তুমি কবে তিমিরাচ্ছন্ন এই পৃথিবীকে

শ্রদ্ধার আলোয় আলোকিত করবে?

জ্ঞানের শিখা জ্বালিয়ে অন্তরাত্মা করবে শুদ্ধ

বৃদ্ধাশ্রমের দ্বার চিরতরে করবে রুদ্ধ।

বৃদ্ধাশ্রম, তুমি কবে ভোরের সূর্য হয়ে

শিশিরভেজা ঘাসের মতো

চকচক করবে রাস্তার পাশে

পিতা-মাতা বসে আছে সেদিনের আশে।

বৃদ্ধাশ্রম, তুমি কবে দূরে চলে যাবে?

থাকবে না হেথায়

ঘরের কোণে জ্বালবে না আগুনের লেলিহান শিখা

কাছে টানবে না পিতা-মাতায়?

বৃদ্ধাশ্রম, তুমি কবে হবে আত্মজনাশ্রম

বুকে পুষে রাখবে সন্তান-সন্ততি মায়া

সংসারের বোঝা কাঁধে নুয়ে যেতে দেবে না

স্নেহভরা দ্বায়িত্বশীল পিতায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়