প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
আজ দিনটা ঘরবন্দি কেটেছে
সকাল থেকেই মুষলধারে বৃষ্টি
সূর্য লুকিয়ে ছিলো মেঘের আড়ালে।
শুকনো মাঠ-খাল-পুকুর-কুয়া পানিতে থই থই।
আসরের পর থেকে বৃষ্টি-
একটু একটু করে কমতে শুরু করেছে
সূর্যের লাল আভা মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে,
রঙিন হয়ে উঠছে পশ্চিম আকাশ।
মাগরিবের আগ দিয়ে বৃষ্টি পুরোপুরি বন্ধ হলে
বাড়ি বাড়ি থেকে লোকজন রাস্তায় বেরুতে শুরু করে।
চারদিকে কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ
যেনো শীতের কোনো বিকেল।
মাগরিবের পরপর আবার ছেয়ে গেছে অন্ধকার
পথঘাট ফাঁকা
আকাশে কালো মেঘ দৌড়চ্ছে
মনে হয় এখনই আবার অঝোর ধারায় ঝরবে।
তবু বাড়ি বাড়ি থেকে লোকজন মাছ শিকারে
নেমে পড়েছে মাঠে-
কারো হাতে লাইট
কারো হাতে দুউনালী।
অন্ধকার বাড়ার সাথে সাথে
মাঠে মাছ শিকারির সংখ্যাও বাড়ছে
লাইট আর দউনালির আলো
দূর থেকে দেখতে লাগে যেনো
আকাশের দলছুট তারাগুলো-
মাঠের কোলে ঝিলমিল করছে
সে এক দৃষ্টি মুগ্ধকর
মনোরম দৃশ্য।