মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

অচেনা নক্ষত্র
অনলাইন ডেস্ক

হারানো সুর

হারানো স্বপ্ন

বুকের গভীর হতে

মাঝে মাঝে উঁকি মারে,

অচেনা সুদূরে ভাসিয়ে নিয়ে যায় যেনো।

চেনা জীবনের গ-ি পেরিয়ে

ক্লান্ত দু চোখ যখন-

অচেনা নক্ষত্রে ছোটে;

ব্যবহৃত জীবনের ধূলো সরিয়ে

নতুন স্পন্দন তোলে সেই স্নিগ্ধ ভিজে মন।

শিশির ভেজা ঘাসের বুকে

ছড়িয়ে পড়া স্বপ্ন

এই নরম সান্ধ্য পরশে,

আবার নতুন করে-

বুকের গভীরে স্পন্দিত হয় যেনো।

এই কোমল অনুভূতির জল

বিক্ষত মনের পরে স্নিগ্ধ আবেশে

পরশ বোলায়, প্রেরণা জোগায়

বন্ধুর মতো ভালোবেসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়