প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
তুমি হয়তো ভাবছো, তুমি চলে যাওয়াতে আমি অনেক কষ্টে আছি।
একাকী, ভবঘুরে জীবনযাপন করছি।
ঘুম নেই, খাওয়া নেই, এ জীবনে দুঃখের শেষ নেই!
আসলে মোটেও তা নয়।
তুমি চলে যাওয়াতে বেশ ভালোই আছি,
তুমি ঘুম, খাওয়া, আর কষ্টের কথা বলছো?
সেগুলো তো শুধু স্থান্ততরিত হয়েছে, এছাড়া আর কিছুই নয়।
তুমি বলছো, তুমি চলে যাওয়াতে আমার দুঃখের শেষ নেই
আমার দুঃখ তো এটা ভেবেই হয়,
আমি কেনো পৃথিবীতে এতো মানুষ থাকতে তোমাকেই ভালোবাসতে গেলাম।
তুমি না থাকায় একাকী হয়ে গেছি, কিংবা ভবঘুরে বলে বিদ্রুপ করছো
আসলে আমি শুধু,
তোমার মতো মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি।
প্রকৃতপক্ষে আমি তোমার ভাবনাজুড়ে কখনোই ছিলাম না
বরং তুমি আমার অবস্থান নিয়ে ভেবেছো।
সত্যিই যদি আমাকে নিয়ে ভাবতে,
তোমার ভাবনার জগতে বিন্দুমাত্র স্থান
আমি পেতাম তাহলে আজ ছেড়ে যেতে পারতে না।