মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

তোমার প্রেমে পড়েছি
অনলাইন ডেস্ক

হে বিশ্ববিধাতা সর্বশক্তিমান

তোমার প্রেমে পড়েছি,

এখন এই সঙ্কটকালে নিমজ্জিত

পাপে আমি মরেছি।

আমি বারে বারে তোমার দিকে ফিরি,

আমার পাপ ক্ষমা কর-প্রার্থনা করি।

আমি জেগেও অন্ধ জেনো

তোমাকে না জেনে,

আমার রক্ষা নেই প্রভু

তোমাকে না চিনে।

সুখের ঠিকানা আমি খুঁজে পাই প্রভু

তোমার পরশ পেয়ে,

স্বর্গীয় আনন্দধ্বনি অনুভূতি হৃদয়ে

যখন তোমারই গান গেয়ে।

আমার এ হৃদয়ে তুমি আছো প্রভু,

আমি যেনো না ভুলি তোমায় কভু।

আমার জীবনের পথভ্রষ্ট

সঠিক পথের ঠিকানা দাও,

ঈশ্বর আমার সঙ্গী পথে- আমি একা নই

তোমরা যদি যাও ফিরে যাও।

পুরোনো জীবনে হারিয়েছি সব

আমার নিজস্বতাকে;

অনুতপ্ত হৃদয়ে ফিরে এসেছি প্রভু

তোমার ক্ষমা পেতে।

তোমার প্রেমে পড়েছি

তুমি যে নিজেই প্রেমিক;

তোমার প্রেমে ডুবতে চাহি

তোমাতেই পাই সুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়