প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০
আবারো বলি-ফিরে এসো,
কেন বোঝ না?
সত্যিই বোঝে না!
অন্ধ মোহে জড়িয়ে যায় জীবন,
হারিয়ে যায় জ্ঞান,
বিপথে পা বাড়িয়ে ছুটে চলা,
তোমার অবুঝ মন।
হৃদয়ে ছিঁড়ে মুখে ধ্বনিত হয়,
কেন বোঝ না?
যেও না ভুল পথে।
এখানে মায়ার বাঁধন
এখানে সত্যের শাসন
এখানে সত্য জড়ানো
এখানে স্বপ্ন ছড়ানো,
অন্ধ গলিতে যেও না
ঐ গলি মিথ্যে
কেন বোঝ না?
ওটা পাপের কাজ
ওটা মিথ্যে সাজ
ওটা অস্তিত্বহীন
ওটা ক্ষীণ
ওটা মৃত্যুর পথ
ওটা রক্তাক্ত ক্ষত
ওটা শূন্য
ওটা অপূর্ণ
ওটাতে নাই জীবন
ওটাতে রয়েছে মরণ
ওপথে যেও না
কেন বোঝ না?
এখানেই সত্য-এখানেই আশা
এখানেই মুক্তি-এখানেই ভালোবাসা।
ওটা ধ্বংসের পথ-ঐ পথ অজানা
নিষিদ্ধ সেই পথগুলো-কেনো বোঝ না?