মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

জান্নাতুল নাঈমের কবিতা
অনলাইন ডেস্ক

প্রকৃতির নিয়ম

শূন্যতা কখনোই থাকে না,

আজ যা শূন্যতা আগামীকাল তা পূর্ণতা

আজ যারা দুঃখী, কাল তারাই সুখী

আজ যা অশ্রু, কাল সেটা শক্তি,

আজ যা বেদনার আকাশ, কালত রৌদ্রজ্জ্বল ঝকঝকে আকাশ

আজ যা ছন্নছাড়া বাতাস, কাল সেটা দখিনা বাতাস

আজ যা শ্রাবণের ভারী বর্ষণ, কাল সেটা কদম ফুলে প্রেমভরা দুপুর।

শূন্যতা কখনোই থাকে না,

আজ আমরা অন্যের পিছনে ছুটি, কাল প্রজাপতির আগমন ঘটে

আজ যারা প্রেমহীনা, কাল তাদের ঘরে প্রেম সুখের বইতে থাকে

আজ যারা নিঃসঙ্গ, কালই তারা সঙ্গী নিয়ে আকাশ দেখে

আজ যারা প্রত্যাখানিত হয়, কাল তাঁরাই অন্যের প্রেমের সর্বস্থানে থাকে

আজ যারা অবুঝ, কাল তারা বুঝদার হয়ে উঠে।

শূন্যস্থান প্রতিনিয়ত প্রকৃতির নিয়মে পূরণ হয়

এই ভাটা, এই জোয়ার

এই ঝড়, এই বৃষ্টি

তবু জীবন মাঝিরা সঠিকস্থানে নোঙ্গর ফেলে।

নিঃসঙ্গতা

ধীরে ধীরে আমি একা হয়ে যাচ্ছি

প্রতিনিয়ত আমি লোকারণ্য থেকেও গহীন অরণ্যের মতো একাকি থাকি

প্রতিনিয়ত আমি ভোর প্রভাতে শিশির পাতার মতো একা হয়ে পড়ি

প্রতিনিয়ত আমি দূর মাঠের পথ-ঘাটের মতোই নিঃস্ব হয়ে পড়ি

প্রতিনিয়ত আমি নিঃস্ব হয়ে পড়ি

আমার ভেতর-বাহির ক্রমশ একা হয়ে যাচ্ছে

এতো মানুষজন থেকেও আমি দুর্বাঘাসের মতোই একা।

ধীরে ধীরে আমি একা হয়ে যাচ্ছি

প্রতিনিয়ত আমি কূল হয়েও জলোচ্ছ্বাস এসে মাঝ সমুদ্র হয়ে পড়ি

প্রতিনিয়ত আমি শব্দ সাজিয়ে থেমে যাই

প্রতিনিয়ত আমি তোমাকেই সবকিছুতে খুঁজে যাই

এই ছোট্ট রুটির মতো পৃথিবীতে তবু তোমায় না পাই

বলো আর কতোটা বেশির খুঁজে তুমি এতোটা নিরুদ্দেশ

আর কতোকাল এই নিঃসঙ্গতার হবে শেষ।

* লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়