মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ভয়ার্ত চোখ
অনলাইন ডেস্ক

কী নিদারুণ বিষণ্ন চাহনি! মেয়েটির একজোড়া ভয়ার্ত চোখ

সারাক্ষণ চেয়ে থাকে জানালায়। মাঝে মাঝে

মনে হয় একাকীত্ব; হয়তো বা এমনই কোনো অসুখ।

অথবা সুবিচার প্রার্থনায় দিশেহারা; অধিক কাতর সে লাজে।

আমাদের চারপাশে এমন মায়ামুখ সচরাচর দেখা যায়,

কখনো তারা নিজের সর্বনাশের কথা বলে না অন্যের সাথে।

অনিবার্য প্রশ্নের উত্তর খোঁজে নিরালায় অমানিশার রাতে

কিংবা অসময়ে কাঁদে; অন্তর্জগতে জ্বলে হতাশায়।

অধুনা এদেশে আমরা প্রতিনিয়ত সংবাদপত্রে, টেলিভিশনে

আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কী দেখি, শুনি কানে?

যেমন সড়কে, অন্দরে-বন্দরে, ক্যাম্পাসে কোথাও অভয় নাই।

করুণ মৃত্যু, পাশবিকতা, দুর্বৃত্তিপনা আরো জঘন্য খবর পাই।

বিংশ শতাব্দী পেরিয়ে এসেছি কবেই একুশ শতকে।

বলো, কবে আমরা সভ্য হবো; গড়বো নিজের দেশকে?

* লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়