প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
আজ বস্ত্রের আশায় অশ্রু কাতন কত চোখ,
আজ রূপের ক্ষুধায় মৃত্যু পায় কত মুখ।
আজ অর্থের টানে পেছন তাকাতে হয় বারে বার,
কিছু শব্দের আওয়াজে হৃদয়ে ভাঙা কত হাড়।
আজ সূর্যের আগুনে রূপকে পুড়িয়ে বাজাও শব্দের প্রতিধ্বনি,
অশ্রুর বদলে বজ্র ফেলে শোনো ওদের স্বরধ্বনি।
মুক্তি বিজয়ের যাত্রা পথে, তোমাদের দিবা স্বপ্নে শুনতে পাবে আমাদের পদধ্বনি,
পেছনে টানা ওই হাতকে কেটে ফেলে শোনো আমাদের বাণী।
আমাদের কথায় আকাশ কাঁদবে ভিজবে সবখানি,
তখন পৃথিবীর বুকে চিৎকার করে বলবো-এটা ‘গরিবের রাজধানী’।
লেখা পাঠানোর ই-মেইল : [email protected]