প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
বৃষ্টিভেজা ঋতুর শেষে
হাসছে শরৎ রাণী,
সকাল-দুপুর টাপুর-টুপুর
ঝরছে না আর পানি।
বৃক্ষডালে কচিপাতা
ফুটলো সারি সারি,
গাঁয়ের বধূ কুঁচি দিয়ে
পরলো যেনো শাড়ি?
শরৎ এলে বিলে-ঝিলে
শাপলা-শালুক ভাসে,
সাদা সাদা মেঘকুমারী
নীল গগনে হাসে ৷
শিউলি হাসে, জবা হাসে
হাসে যে কাশফুল,
সুরভিত শরৎ রাণীর
হয় না কোনো তুলনা।