প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফুলের বাগানে আকাল ছিলো,
তবু শুধু বসন্তে বিভ্রান্ত হয়ে
একটি নামের ন-বর্ণ পর্যন্ত
মুখে এনে সে আরক্ত হয়েছিলো বিন¤্র।
লজ্জায় আমি সে নামের কাছে বৃত্তান্ত জানিয়ে
নীলখামে লিখেছিলাম।
তার চুল গতি করেছিলো আমায় দেওয়ানা।
তার চুপি চুপি হাঁটা,
আমাকে করেছে স্বপ্নের প্রতিচ্ছবি।
চাপাতে চাই না এই সুখের দিকগুলো
সারাক্ষণ যে আমার ভেতর লুকিয়ে থাকে।
তোমার জন্যে কী যেনো লুকিয়ে থাকে, জানি না
তবে তোমার ওই চাহনি
আমাকে করেছে দিবানিসী
সেই মেয়েটি আর কেউ না,
আমার স্বপ্নের রাজকুমারী।