প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
রিমঝিম বৃষ্টির সুরে মেতে উঠে মন।
টপ টপ করে পড়ে আকাশের জল,
সেই জলে নদী নালা করে থলথল।
পাখপাখালির কোলাহলে মেতে উঠে মন,
বৃষ্টি নামতেই শুরু চারদিকে আনন্দের ক্ষণ।
ব্যাঙ ডাকে বিলে, ঝিলে দিন-রাত ভর,
হিমেল হাওয়া গায়ে লাগলে করে কন কন।
মাঠে, বিলে ফোটে নানা রঙের ফুল,
নদীর ধারে হেলে-দুলে নাচে কাশফুল।
বর্ষায় নদী, ঝিলে বসে শাপলা শালুকের মেলা,
ছেলে-মেয়েরা সেথায় নাইতে নেমে করে খেলা।
প্রকৃতি আসীন হয় রাণীর রূপে,
পাখপাখালি মেতে উঠে মনের সুখে।
নীল আকাশে ভাসে সুধু সাদা মেঘের ভেলা।
শ্রাবণে গোটা প্রকৃতি যেনো তুলে ধরে তার রূপের মেলা।