মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০

আজই দেখা হলো
অনলাইন ডেস্ক

আজই আবার আমাদের দেখা হলো,

তোমায় পরনে ঠিক গাঢ় জারুল রংয়া শার্ট,

আমার পরনে রক্তিম লাল রংয়া পোশাকের বাহার রঞ্জিত,

অথচ কেউ বুঝলো না আমাদের চোখে মুখে আজিই কালো মেঘ বয়ে গেছে,

আজই হৃদয়ে কেবলই কালো রং আচ্ছন্ন কেউই জানলো না

এই শহরের কেউই জানলো না আমরা একদিন খুব নিকটে ছিলাম।

আজই আবার আমাদের দেখা হলো,

আজ আকাশটা ঝকঝকে রোদে হাসছে

অথচ আমাদের মুখে পানে আজ মেঘেদের দল উড়ছে

আমি আর তুমি কান্নায় ভেসে গেলাম,

আমরা অচেনা মতোই আঁখি ফিরিয়ে নিলাম

এই শহরের কেউই জানলো না একদিন দুজনা মুখমণ্ডলে তাকিয়ে দিনযাপন করতাম।

আজই আবার আমাদের দেখা হলো,

আমাদের প্রিয় সবুজ মাঠে ফুলেরা ফুটে স্বাগত জানাচ্ছে

নির্মল বাতাস প্রকৃতিতে প্রেম বিলাচ্ছে,

অথচ দুজনা ঠুনকো অভিমানে বিচ্ছেদ এনেছি

আজি বুকে ক্ষত রেখে দুজনা লোকসম্মুখে হেসে যাচ্ছি

এই শহরের কেউই জানলো না এতো মানুষের ভীড়ে থেকেও দুজনার একা লাগছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়