মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০

ডুব
অনলাইন ডেস্ক

কিছু ভাষা কথার ঝুঁড়িতে আটকে পড়ে

করে দেয় যেনো সব এলোমেলো,

বিচ্ছেদের অনলে পুড়ে সব হয়ে যায় খাক

সত্যরা তো বিষাদে বিমূঢ়, রাজ্যের বিভেদে অবাক।

কথারা ডুবে মরে, ভেসে উঠে অভিমানে

হয়ে যায় চুপ,

যেটুকু বলার থাকে, কোথায় যেন হারিয়ে যায়

বলতে গিয়ে আড়ষ্ট যেনো

কথারা হঠাৎ দিয়ে দেয় ডুব।

অভিমানে বোবা হয় ভাষা

লুকায় বেদনার্ত কোনো গহ্বরে

চোখে জল ঝরে চুপ,

কান্নারা চোখেই থাকে, হৃদয় ছোঁয় না

বিশাল স্ক্রিনে ভেসে থাকলেও

কিছু আসে-যায় না, এতো সহজ এক রূপ।

কথারা অব্যক্ত রয়ে যায় বুকে

আশাতেই থাকে আছে যতো,

বিভেদের অনলে পুড়ে যায় অবিরাম

করে যায় সব কিছু ক্ষত।

তবু কথা বলা হয়ে উঠে না আর

কথারা হয়ে যায় নিশ্চুপ,

টানাপোড়ন হিসেবের দেয়ালে

সামনে আসে বিভেদের অযাচিত কূপ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়