মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০

মোঃ আল বাহার-এর দুটি কবিতা
অনলাইন ডেস্ক

বাদল দিনে

আজ দিনটা ঘরবন্দি কেটেছে

সকাল থেকেই মুষলধারে বৃষ্টি

সূর্য লুকিয়ে ছিলো মেঘের আড়ালে।

শুকনো মাঠ-খাল-পুকুর-কুয়া পানিতে থই থই।

আসরের পর থেকে বৃষ্টি-

একটু একটু করে কমতে শুরু করেছে

সূর্যের লাল আভা মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে,

রঙিন হয়ে উঠছে পশ্চিম আকাশ।

মাগরিবের আগ দিয়ে বৃষ্টি পুরোপুরি বন্ধ হলে

বাড়ি বাড়ি থেকে লোকজন রাস্তায় বেরুতে শুরু করে।

চারদিকে কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ

যেনো শীতের কোনো বিকেল।

মাগরিবের পরপর আবার ছেয়ে গেছে অন্ধকার

পথঘাট ফাঁকা

আকাশে কালো মেঘ দৌড়চ্ছে

মনে হয় এখনই আবার অঝোর ধারায় ঝরবে।

তবু বাড়ি বাড়ি থেকে লোকজন মাছ শিকারে

নেমে পড়েছে মাঠে-

কারো হাতে লাইট

কারো হাতে দুউনালী।

অন্ধকার বাড়ার সাথে সাথে

মাঠে মাছ শিকারির সংখ্যাও বাড়ছে

লাইট আর দউনালির আলো

দূর থেকে দেখতে লাগে যেনো

আকাশের দলছুট তারাগুলো-

মাঠের কোলে ঝিলমিল করছে

সে এক দৃষ্টি মুগ্ধকর

মনোরম দৃশ্য।

আমি শুধু

আমি শুধু প্রেমই চাই

এ অর্থ-সম্পদ

গর্ব-অহংকার রেখে দাও

তোমার মনে।

আমি শুধু প্রেমই চাই

এ রূপ-যৌবন

ঠোঁটের রঙ

রেখে দাও

তোমার কাছে।

আমি শুধু প্রেমই চাই

এ সুন্দর পোশাক

ফুলের বিছানা

রেখে দাও

তোমার কাছে।

আমি শুধু প্রেমই চাই

প্রেম দিয়ে নিবেদন

করো আমাকে।

আমি শুধু প্রেমই চাই

নিষ্ঠুর মন আমায় ভুলে যাও।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়