প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
কথার পিঠে কথা বলা হয়ে যায় রাজ্যের
তবু কথারাও কেনো যেনো মরে যায়, শুকিয়ে যায়
বেদনায় হয় বিদীর্ণ, কৃষ্ণচূড়ার ফুল ঝরে পড়ে
হাসনাহেনার সুভাস যেনো ক্রমেই মিইয়ে যায়
রাজ্যের ক্লান্তি স্থবির করে দেয় সব।
ঘাসফড়িংয়ের উড়া হয়ে পড়ে নিয়ন্ত্রিত
আকাশে-বাতাসে ভাসে বিউগল সুর,
কান্নারা ঝরে পড়ে দুঃখ হয়ে ঝুমঝুম
তবু মরে যাওয়া কথা আর বেঁচে ওঠে না
স্থবির সময় আর শেষ হয়ে ওঠে না।
এক চিলতে রৌদ্দুর হারিয়ে যায় মেঘের আড়ালে
কাশবনে ছেয়ে থাকা সাদা সাদা ফুল দিগন্তে
তবু চোখে পড়ে না কিছু যেনো-
প্রলয়ে কথারা নাই হয়ে গেলে, মন-বেদনায় নষ্ট হলে
কষ্টরা বাসা বেঁধে নেয় অযাচক হয়ে।
হাসি স্তব্দ হয়ে যায়, বেদনায় মুষড়ে পড়ে সব
বালির বাঁধ আচমকা হাওয়ায় মিলে যায়
শুধু দুঃখরা থেকে যায় আপন হয়ে
হৃদয়ের কথারা মরে যায় বলে!