প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
গগনে উড়ছে মেঘের ভেলা,
কালো সাদা, বিষাদ করছে খেলা।
বায়ুর পাশে প্রকৃতি নাচে দেখো,
তুমি আবার হেসে ছবিটি এঁকো।
গাছের পাতা ঝড়ছে শাখা হতে,
কেউ আসে না নিবিড়ভাবে নিতে।
সবার মুখে, সবার দুঃখে বাতি,
সবাই আমি, আমরা সকলেই সাথী।
রাতে আঁধারে মিশেছে বায়ু বিশে,
কী আল্পনা দেখেছো সবে কিসে।
হৃদয়ের কালো ধোঁয়া বেসেছি ভালো,
আর কখনো হবে না পুড়ে কালো।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]