রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০

বাঁচার ইচ্ছা
অনলাইন ডেস্ক

বেঁচে থাকার অনেক ইচ্ছা-

দেয়নি কেউ একটু আশা,

নিজের মতো জীবন বাঁচি,

নেই তো কেউ আপন সাথী।

মনের মাঝে লুকিয়ে রাখি,

কষ্টগুলো আপন ভাবি।

জলের স্রােত ছুটন্ত ধারা-

আহামরি অশ্রু ঝরা।

দিকদিগন্তে সূর্যের আলো,

মনের মাঝে আকাশ কালো।

চায় না কেউ আপন ভেবে,

তাই তো আছি দূরে সরে।

মরুর বুকে ফুল ফোটে,

এই মনে তো কাটা জমে।

তাইতো আজ ও ভেবে না পাই-

কোন্ কূলে যে পথ হারাই।

সব ভেবে পাই একটি বাক্য;

বাঁচার চেয়ে মৃত্যু শ্রেয়।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়