রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০

প্রকৃতির সাজ
অনলাইন ডেস্ক

আবার আমার মন খারাপ হয়ে গেলো,

রবে কে পাশে সবাই তো চলে গেলো নীরবে,

এই বৃষ্টিভেজা সকাল বেলা সবাই ছুটে যায়,

আপন গন্তব্যে।

আমি আজ বসে আছি একা একটি বাঁধের উপর,

সামনে এসে দাঁড়িয়ে আছে কিছু প্রকৃতি নতুন শহর।

রয়েছে সেখানে সুপারি, নারিকেল আরো কত বৃক্ষ,

চোখের দৃষ্টি দূরে নিয়ে দেখি বর্ষার পানিতে

জেগে উঠে সবুজ রঙের কিছু ফসল।

আকাশে উড়ে যায় কালো মেঘের ছায়া উত্তরে,

দক্ষিণা হাওয়া বয়ে গাছগাছালির উপরে।

চামচিকা উরে বাতাসের বায়ে,

চিল তো আকাশে উড়ে হয়নি তো ক্লান্ত পথিক!

জোনাকি পোকা অন্ধকারে দেয় আলোর প্রদীপ,

পাখিগুলো নদীর তীরে বসে মধুর সুর দিয়ে শব্দ করে ডাকে।

আমি সেই পাখিটির এমন শব্দ শুনতে বসে আছি নদীর একটি ধারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়