মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০

মুনছুর গাজী ফাউন্ডেশনের বই উপহার
অনলাইন ডেস্ক

এবারও ঈদুল আজহার দিন শিশু-কিশোরদের বই উপহার দিয়েছে চাঁদপুরের মুনছুর গাজী ফাউন্ডেশন (সাবেক গাজী আবদুর রহমান পাঠাগার)। ১০ জুলাই ঈদুল আজহার দিন চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে এ বই দেয়া হয়। সংগঠনটি এবারসহ ২১টি ঈদে শিশু-কিশোরদের বই উপহার দিয়েছে। উপহার দেয়া বইয়ের মধ্যে ছিলো ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই।

শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা মরিয়ম বেগম, প্রতিষ্ঠাতা লেখক-সাংবাদিক আলহাজ গাজী মুনছুর আজিজ। ঈদের সালামি হিসেবে নতুন বই পেয়ে শিশু-কিশোররা বেশ উল্লসিত। অনেকে বই দিয়ে এ কার্যক্রমে সম্পৃক্ত হযেছেন।

বই উপহারের পাশাপাশি ২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের উদ্যোগে গাছেরচারা বিতরণ ও রোপণ, পরিবেশ অন্দোলন, শিক্ষাবৃত্তি প্রদান, সাধারণজ্ঞান প্রতিযোগিতা, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মুনছুর আজিজ বলেন, আমরা চাই শিশুরা পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পাঠে আগ্রহী হোক। সেজন্যে ঈদের দিনে বই উপহারের এ কার্যক্রম। মূলত ঈদসহ উৎসব-পার্বণে বড়রা শিশু-কিশোরদের বই উপহার দিবে সে প্রত্যাশা আমাদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়