প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
মায়ের আঁচলে শান্তির পরশ
তুলনা যার নাই,
অমূল্যায়ন করছি কেনো
মাতৃস্নেহ ভাই?
মা থাকে আজ বৃদ্ধাশ্রমে
আমরা থাকি সুখে,
নিজের পায়ে মারছি কুড়াল
মন্দ বলে লোকে।
মায়ের মনে কষ্ট দিলে
খোদার আরশ কাঁপে,
ধ্বংস হবে বাড়ি-গাড়ি
মায়ের অভিশাপে।
মা জননীর চরণতলে
স্বর্গ নামের সুখ,
দেবো না আর কষ্ট মাকে
রাখবো হাসিমুখ।
মায়ের মতো আপন কেউ
এই জগতে নাই,
থাকতে সময় মায়ের চরণে
একটু খুঁজি ঠাঁই।