প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০
জমকালো অপ্সরীরা যে রাতে আকাশে,
নববর্ষের সে সকল উৎসবী রাতে;
তুমি আর আমি, নিজেদের হারাই
আমাদের ভালোবাসার উৎসবী অনুভবে।
এ শহরের উজ্জ্বল ল্যাম্পপোস্টের বাতিগুলো রাত জাগে;
বেলকনির বার বার নিভে যাওয়া নিয়ন বাতিগুলোর আভাসে-
কোনো অনুভূতিই থাকে না নিরব-নিভৃতে।
কফিনের বক্স-সস্তা হোটেল রুম হয়তো,
নিবিড়তম আবেগে দুজনের শেষ নিশ্বাসে
শীতল সুগন্ধি শুঁকেছিলাম, আমাদের ক্লান্ত সে উৎসবে।
এ রাতগুলো তারারি নীলিমার অতীন্দ্রিয়তায়
মুগ্ধ হয়ে চাঁদের ছায়ায় অন্তিম স্বপ্ন বুনে।
তোমার শ্বেত মার্বেলখচিত নীল ঠোঁটে আমার শেষ চুম্বনের রেশ!
আজো ফ্যাকাশে-মলিন প্রেতের মতন জাগে। অবসাদ শব আমার শীত প্রান্তরে অনুশোচনায় পোড়ে।
আচ্ছা রুয়েলিয়া! আমার মতো করে কেউ কি তোমায়
আজ নারীর লাবণ্যে সাজিয়ে গভীর খেয়ালিতে চুমোয়?
নাকফুলের গন্ধ কি শুঁকে? অসংখ্য তারাদের ভিড়ে আজো কি এ সকল চমৎকার রাত তোমার মনে পড়ে?